আজ আজম খানের ৬৩তম জন্মদিন

0
141
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: আজ আজমখানের ৬৩তম জন্মদিনবাংলা পপ গানের এই বরেণ্য ব্যক্তিত্বের স্মৃতির প্রতিশ্রদ্ধা জানাতে যাত্রা শুরু করছে আজম খান ফাউন্ডেশনপ্রতিষ্ঠানটি গঠনেরব্যাপারে উদ্যোগ নিয়েছে আজম খানের পরিবারতাঁর মেয়ে ইমা খান বলেন, ‘বাবামানুষকে সহযোগিতা করার মধ্য দিয়ে আনন্দ পেতেনতাঁর অবর্তমানে তাঁর বিভিন্নঅ্যালবাম এবং মুঠোফোন প্রতিষ্ঠানের রিংটোনসহ অন্যান্য সেবা থেকে পাওয়াঅর্থের একটা অংশ ব্যয় করা হবে এই ফাউন্ডেশনের কাজেসমাজের দুস্থ শিল্পী, যাঁরা অর্থের অভাবে চিকিসা করাতে পারেন না, তাঁদের এই ফাউন্ডেশন থেকেসহযোগিতা করা হবে
আজম খানের জন্মদিনের কর্মসূচি প্রসঙ্গে ইমা বলেন, ‘আজ দুপুরে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনকরা হয়েছেশনিবার সকাল ১০টায় নটর ডেম কলেজের সামনে থেকে আজম খানফাউন্ডেশনের ব্যানারে একটি শোভাযাত্রা বের করা হবেওই দিন বিকেলে আজম খানফাউন্ডেশনের উদ্বোধন হবে
বছর খানেক ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১১সালের ৫ জুন ৬১ বছর বয়সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাসত্যাগ করেন আজম খান

 

 

 

২৮ ফেব্রুয়ারী/নিউজরুম

 

শেয়ার করুন