ঢাকা (২৯জানুয়ারী) : সংযুক্ত আরব আমিরাতে ( ইউএই) শিগগিরই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হবে বলে জানিয়েছেন সে দেশের বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী শেখ লুবনা বিনতে খালেদ আল কাশমি।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজ শেষে এ কথা বলেন তিনি।তিনি বলেন, “বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আমার দেশ চিন্তা-ভাবনা করছে।”
তিনি বলেন, “গত আগস্ট মাস থেকে বাংলাদেশের শ্রমিক নেওয়া বন্ধ রাখা হয়েছে। এই নিষেধাজ্ঞা খুব শিগগিরই তুলে নেওয়া হবে। তবে এটি শুধু বাংলাদেশের জন্যই নয়, আরও অনেক দেশের বিষয়েও একই চিন্তা-ভাবনা করা হচ্ছে। আইনি জটিলতা মিটলে এ সমস্যা দূর হয়ে যাবে।”
এসময় উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, “বাংলাদেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জনশক্তি ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।”
এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বৈদেশিক কর্মস্থান ও জনশক্তিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ বাংলাদেশে নিযুক্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকরা।
প্রসঙ্গত, দুই দিনের সফরে সোমবার ঢাকা আসেন উপসাগরীয় রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের ( ইউএই) বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী শেখ লুবনা বিনতে খালেদ আল কাশমি।
নিউজরুম