বিএনপির সমাবেশ: সাভারে চার চেকপোস্ট

0
272
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, সাভার (২৮ নভেম্বর) : ২৮ নভেম্বর বিএনপির সমাবেশকে সামনে রেখে ঢাকার অন্যতম প্রবেশপথ সাভারের রেডিও কলোনি, সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর ও আমিনবাজারে চারটি চেকপোস্ট বসিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

এরা হলেন-সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকার সিদ্দিকুল ইসলামের ছেলে সুজন মিয়া (২২), স্থানীয় কাতলাপুর এলাকার আব্বাসের ছেলে ইমরান খানা (২৪) ও বাগেরহাট জেলার শরণখোলা থানার খড়িয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মনির (২৬)। মনির বর্তমানের সাভারের ফুলবাড়িয়া এলাকায় ইউনুসের বাড়িতে ভাড়া থাকেন।

সরেজমিন দেখা যায়, সকাল থেকে চেকপোস্টগুলোতে ঢাকামুখি বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব গাড়িতে থাকা ঢাকাগামী যাত্রীরা। তাদের অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিএনপির কর্মসূচিকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে প্রাথমিকভাবে সাভারের এ চারটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

প্রয়োজনে বিরুলিয়া খেয়া ঘাট, কাউন্দিয়া ঘাটসহ নৌরুটের কয়েকটি স্থানেও চেকপোস্ট বসানো হবে।

নিউজরুম

শেয়ার করুন