রুপসীবাংলা, চট্টগ্রাম (১১ নভেম্বর) :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১২-১৩শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে রোববার। এবারবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রতি আসনের জন্য লড়বে গড়ে ৩৬ জনশিক্ষার্থী।আর বিভাগের ক্ষেত্রে সবচেয়ে বেশি লড়াই হবে আইন অনুষদে। এখানে প্রতিটি আসনে ভর্তির জন্য লড়বেন ১০১ জন।
বিশ্ববিদ্যালয়ের৭ টি অনুষদের ৩৬ টি বিভাগ এবং ৫ টি ইনস্টিটিউটে মোট ৪ হাজার ৯৫ টি আসনেরবিপরীতে ১ লাখ ৪৬ হাজার ২৯৫ টি আবেদনপত্র জমা পড়েছে।
শনিবারবিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক শাখা) ও ভর্তি কমিটির সচিবএস এম আকবর হোসাইন বাংলানিউজকে বলেন, ‘ভর্তির সব প্রস্তুতি সম্পন্ন করাহয়েছে। এ বছর প্রথম বর্ষে ভর্তির জন্য কলা ও মানববিদ্যা অনুষদে সবচেয়ে বেশিভর্তির আবেদন জমা পড়লেও অনুষেদের দিক দিয়ে আইন অনুষদে সবচেয়ে বেশিপ্রতিযোগিতা করবে ১০১ জন শিক্ষার্থী।’
ভর্তি কমিটির সচিব জানান, একটি নতুনসহ মোট ৯টি ইউনিটের মধ্যে রোববার ব্যবসায় প্রশাসন অনুষদের (সিইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি যুদ্ধ শুরু হবে।তিনি জানান, ১২নভেম্বর সকালে এইচ ইউনিট, বিকেলে জি ইউনিট, ১৩ নভেম্বর সকালে এইউনিট,বিকেলে আই ইউনিট, ১৪ নভেম্বর বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।তিনিআরো জানান, ১৫ নভেম্বর সকালে ই ও বিকেলে এফ ইউনিট ও ১৭ নভেম্বর সকালে বিইউনিট (আরবী, প্রাচ্যভাষা, শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, চারুকলা এবংনাট্যকলা) এবং বিকেলে ফারসি ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিতহবে।
সবশেষ ১৮ নভেম্বর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সচিব।
ভর্তিচ্ছুরাপরীক্ষার আসন বিন্যাস, ফলাফল মোবাইলে এসএমএসসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিততথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cu.ac.bd থেকে জানা যাবে বলেও উল্লেখকরেন তিনি।
ভর্তি কমিটি জানায়, কলা ও মানববিদ্যা অনুষদের জন্যনির্ধারিত ‘বি’ ইউনিটের অধীনে চারুকলা, আধুনিক ভাষা ইনস্টিটিউট সহ মোটতিনটি ইনস্টিটিউট ও বিভিন্ন বিভাগে মোট আসনসংখ্যা ১ হাজার ৭৮ টি। এসব আসনেরবিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৩৩ হাজার ২৪৫ টি। এ ইউনিটে আসন প্রতিপ্রতিযোগিতা করবেন ৩১ জন পরীক্ষার্থী ।বিজ্ঞান অনুষদের জন্যনির্ধারিত ‘এ’ ইউনিটের চারটি বিভাগে আসন প্রতি লড়বেন গড়ে ২৩ জন। এ ইউনিটে৬৭১ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৫ হাজার ৪৬২ টি।ব্যবসায়প্রশাসন অনুষদের জন্য নির্ধারিত ‘সি’ ইউনিটের অধীনে চারটি বিভাগে আসন প্রতিলড়বেন ৪৭ জন। এ ইউনিটে ৫১৬ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৯১০টি।সমাজবিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত ‘ডি’ ইউনিটে আসন প্রতিপ্রতিদ্বন্ধিতা করবেন ২৮ জন শিক্ষার্থী। এ ইউনিটে ৮৬৩ আসনের বিপরীতে আবেদনজমা পড়েছে ২৪ হাজার ৫২ টি।
আইন অনুষদে ভর্তির জন্য নির্ধারিত ‘ই’ ইউনিটে বিপরীতে আবেদন জমা পড়েছে ১৩ হাজার ৩৯২ টি। এ ইউনিটে ১৩৩ আসনের জন্যপ্রতিযোগিতা করবে ১০১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।ইনস্টিটিউট অবফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভর্তির জন্য নির্ধারিত ‘এফ’ ইউনিটে ৭৯ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজার ৯৪২ টি। এই ইনস্টিটিউটেভর্তির জন্য প্রতি আসনে লড়বে ৩৭ জন।অন্যদিকে, ইনস্টিটিউট অব মেরিনসায়েন্সেস এন্ড ফিশারিজে ভর্তির জন্য নির্ধারিত ‘জি’ ইউনিটে আসন প্রতিপ্রতিদ্বন্ধিতা করবেন ৪৭ জন। এ ইউনিটে ৭৭ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩হাজার ৬৩৮ টি।
জীববিজ্ঞান অনুষদে ভর্তির জন্য নির্ধারিত ‘এইচ’ ইউনিটে প্রতি আসনে ভর্তিযুদ্ধে নামছেন ৩৮ জন শিক্ষার্থী। এ ইউনিটে ৪৭৬ টিআসনের বিপরীতে ১৮ হাজার ৩৬২ টি আবেদন জমা পড়েছে।নতুন সৃষ্টি হওয়া প্রকৌশল অনুষদ অর্থাৎ‘আই’ ইউনিটের অধীনে দু’টি বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ২৯২ জন ভর্তিচ্ছু আবেদন জমা দিয়েছে।বিশ্ববিদ্যালয়েরপ্রক্টর সিরাজ-উদ-দৌল্লাহ বাংলানিউজকে বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে সবপ্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদেরনিরাপত্তায় ক্যাম্পাসে অতিরিক্ত র্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।’প্রক্টরজানিয়েছেন, চট্টগ্রাম নগরী ও ক্যাম্পাসে যাতায়াতের জন্য পরীক্ষার্থীদেরসুবিধার্থে শাটল ট্রেনের সময়সূচি পরিবর্তন করা
হয়েছে।
এবছর বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদ ও ৫ ইনস্টিটিউটে ইউনিটের ৪১ টি বিভাগে প্রায় চার হাজার ১৯৫ আসনে ১লাখ ৪৬ হাজার ২৯৫ আবেদন জমা পড়েছে।এদিকে, ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে নাদেওয়ায় দুভোর্গে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীনশিক্ষার্থীরা।
নিউজরুম,