রূপসীবাংলা চট্রগ্রাম, ০৭ অক্টোবর:
চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনালের টেন্ডার প্রক্রিয়া নিয়ে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে চট্টগ্রাম চেম্বার সভাপতিসহ বন্দর ব্যবহারকারী সংস্থার বিরোধ তুঙ্গে। সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কটুক্তির অভিযোগে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের বিরুদ্ধে ১৪ দলের চট্টগ্রামের ১৫ জন জ্যেষ্ঠ্য নেতাকে আসামী করে আরেকটি মানহানির মামলা দায়ের করেছেন ১৪ দল। আদালত মামলায় আনা অভিযোগ আমলে নিয়ে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারিও করেছেন। বুধবার সকালে আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দলের নগর আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেন বাদি হয়ে চট্টগ্রাম মহানগর হাকিম আলী মনসুরের আদালতে মামলাটি দায়ের করেছেন।
নিউজরুম