সড়ক দূর্ঘটনা হ্রাস কল্পে পেশাজিবী মোটর যান চালকের “দক্ষতা ও সচেতনতা” বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

0
175
Print Friendly, PDF & Email

নওগাঁ প্রতিনিধিঃ
সড়ক দূর্ঘটনা হ্রাস কল্পে পেশাজিবী মোটর যান চালকের “দক্ষতা ও সচেতনতা” বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিআরটিএ ঢাকার সদর কার্যালয়ের যুগ্ম সচিব মোঃ মতিয়ার রহমান৷ বুধবার সকালে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদের কার্যালয়ে গিয়ে শেষ হয়৷ পরে জেলা পরিষদের মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়, পৌর মেয়র নাজমুল হক সনি, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেহেদী উল সহিদ, অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, রাজশাহী বিভাগের বিএরটিএর উপ-পরিচালক সিরাজুল ইসলাম, বিআরটিএর সগকারী পরিচালক সাদেকুল ইসলাম, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি এবং ট্রাক মালিক গ্রুপের সাবেক সভাপতি ইলিয়াস তুহিন রেজা, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক শফিকুল আলমসহ শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন৷ বক্তারা মদ্যপ নেশাগ্রস্থ ক্লান্ত মানষিক অস্থিরতা ক্রটিপূর্ন গাড়ী মাত্রা অতিরিক্ত ওভার লোড এবং বেপোরোয়া ভাবে গাড়ী চালানোকে দূর্ঘটনার প্রধান কারন বলে উল্লেখ করেন৷ সভায় প্রধান অতিথি ১৫০ জন প্রশিক্ষানার্থী ড্রাইভারদের মাঝে সার্টিফিকেট বিতরন করেন৷ সভায় মালিক শ্রমিক ড্রাইভারসহ ৫ শতাধিক লোক অংশ গ্রহন করেন৷#

শেয়ার করুন