ফরিদপুরে দাখিল পরীক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা

0
909
Print Friendly, PDF & Email

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাগুটিয়ায় এক দাখিল পরীক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে নিজের ঘরে পড়ার টেবিলে বসে লেখাপড়া করছিলেন দাখিল পরীক্ষার্থী আজিজুর। একটি ফোন কল পেয়ে পড়ার টেবিল থেকে উঠে ঘরের বাইরে গিয়ে আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও আজিজুরকে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পরে আজ রবিবার সকালে সাড়ে ৬টায় বাগুটিয়া গ্রামের এক স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাবার সময়  গলায় জাল পেচানো অবস্থায় আজিজুরের লাশ দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। নগরকান্দা থানার ওসি (তদন্ত) নাজমুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ ছুটে এসেছে নিহত দাখিল পরীক্ষার্থীর লাশ দেখতে। নিহত আজিজুর (১৮) বাগুটিয়া গ্রামের মো. মোমরেজের একমাত্র পুত্র।

শেয়ার করুন