সোমবার গভীর রাতে উপজেলার আন্ধারমানিক বাজারে অবস্থিত কার্যালয়ে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে পুলিশের ধারণা হলেও দলীয় নেতারা বলছেন, গভীর রাতে কে বা কারা কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
স্থানীয় বড়রা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুমন রাজবংশী বলেন, রাত ১টার দিকে আন্ধারমানিক বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে আগুন লাগলে স্থানীয়রা তা নেভান। তবে তার আগেই কার্যালয়ের আসবাব পুড়ে যায়।
“রাতের আঁধারে কে বা কারা কার্যালয়টিতে আগুন দিয়েছে।”
আগুনে কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে বলে জানান তিনি।
তবে হরিরামপুর থানার ওসি নজরুল ইসলাম বলেছেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধের মধ্যে দেশের বেশ কয়েকটি এলাকায় সরকারি দপ্তরের পাশাপাশি আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।