রাঙ্গামাটি বাঘাইছড়ি থেকে দুজনকে অপহরণ

0
542
Print Friendly, PDF & Email

রাঙ্গামাটির বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের নলবুনিয়া ও বড় দুরছড়ি গ্রাম থেকে এক র্কাবারী (পাড়া প্রধান) সহ দুজনকে অপহরণ  করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে নিজ বাড়ী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন রমনী মোহন র্কাবারী ও গ্রামবাসী অরুন বিকাশ চাকমা।
স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে এক দল দুুর্বৃত্ত বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাড়ী থেকে এক গ্রাম প্রধাসনসহ রমনী মোহন কারবারী এবং একই ইউনিয়নের বড় দুরছড়ি গ্রাম থেকে অরুন বিকাশ চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। তবে তারা অপহরন করেছে তা জানা যায়নি। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজিজুল হক জানান,অপহরনের থবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গেছে।

শেয়ার করুন