রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ‘জঙ্গি’ সংগঠন হিযবুত তাহরীরের ৫ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ৫ সদস্যের কাছ থেকে উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী বিপুল পরিমাণ লিফলেট জব্দ করা হয়েছে। এ বিষয়ে আজ রোববার সকাল ১১টায় রাজধানীর র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।