প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাধারণ বীমা কর্পোরেশনের টাকা আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল হক বাদী হয়ে মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, ওই কর্মকর্তারা প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাধারণ বীমা কর্পোরেশনের ১৩ টি বীমার বিপরীতে রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান বিসিআইসি কর্তৃক প্রদত্ত ৮টি চেকের বিপরীতে ভুয়া মানিরিসিট ও ভুয়া মেরিন সার্টিফিকেট প্রদান করেছেন। চেকসমূহ দ্বারা ৮টি ভুয়া অস্তিত্ববিহীন বেসরকারি প্রতিষ্ঠানের নামে ৮টি অগ্নিবীমাসহ পলিসি ইস্যু করার মাধ্যমে টাকাগুলো আত্মসাৎ করে তারা। এতে সরকারের ৩৭ লাখ ৯৩ হাজার ২৩৬ টাকা রাজস্ব আয়ের ক্ষতি হয়। যার ফলে দুদক ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে এ ৫ জনের বিরুদ্ধে মামলা করে। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন; সাধারণ বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক বিভূষণ চক্রবর্তী, ম্যানেজার (লোকাল) মো. ইব্রাহীম, ম্যানেজার (সংস্থাপন) এএসএম শাহজালাল, ডেপুটি ম্যানেজার (ইনচার্জ) আব্দুল কাদির সিকদার, অডিট বিভাগের ম্যানেজার (সার্বিক প্রধান কার্যালয়) মো. শাহীনুজ্জামান।