নাটোরের তিনটি উপজেলায় সাংস্কৃতিক সন্ধ্যা

0
188
Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদক,(৬জানুয়ারী): নাটোরের ৩টি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা। আমরা নাটোর বাসীর ব্যানারে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। রোবাবার সন্ধ্যায় সিংড়া কোর্ট মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে দিব্য সাংস্কৃতি সংঘ নাচ এবং ভোলানাথ বাউল সংঘ গান পরিবেশন করে।

 

এর আগে শনিবার গুরুদাসপুর উপজেলার চাচকৈড় বাজারে এবং শুক্রবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে নাচ ও গান পরিবেশন করে ওই দুইটি সংঘটন। এছাড়া আমরা নাটোরবাসীর একটি ভ্রাম্যমান দল বিভিন্ন গান পরিবেশন করছে।

 

আয়োজকরা জানান, বাংলাদেশের বিদ্যুৎ, শিক্ষা, কৃষি বিভাগে উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। দেশর উন্নয়নে দেশকে ভালবাসার জন্য মানুষকে সচেতন করতেই এই আয়োজন। এছাড়া সোমবার লালপুর উপজেলায় এবং মঙ্গলবার বাগাতিপাড়ায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

 

আগামী ৯ জানুয়ারী নাটোর শহরের কানইখালী মাঠে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মীরাক্কেল সজল সহ ঢাকার বিভিন্ন ব্যান্ডদলের শিল্পীরা উপস্থিত থাকবে।      

 

 

 

সম্পাদনা, আনোয়ার হোসেন আলীরাজ, হেড অব নিউজ

 

শেয়ার করুন