রুপসীবাংলা চট্টগ্রাম(১৪ নভেম্বর) :জামায়াত-শিবিরের সহিংস কর্মকান্ডের জন্যঅবিলম্বে তাদের রাজনীতি বেআইনী ঘোষণা করা উচিৎ বলে মন্তব্য করেছেনআওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।বুধবারসকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ঐতিহ্যবাহী পুন্ডরীকধামে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেতিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, `জামায়াত-শিবির সাম্প্রতিক সময়ে পুলিশের উপর হামলা, গাড়িতে আগুন দেয়া সহযেসব কর্মকান্ড করছে সেটা কোন রাজনৈতিক দলের আচরণ কিংবা কর্মসূচী হতেপারেনা। শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে জামায়াত-শিবিরপরিকল্পিতভাবে সহিংস কর্মকান্ড নিয়ে মাঠে নেমেছে।`তিনি বলেন, `দেশের রাজনীতির জন্য জামায়াত-শিবির অশুভ শক্তি। তাদের মোকাবেলায় সকল শুভশক্তিকে জেগে উঠতে হবে। অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতিকে বেআইনী ঘোষণাকরা উচিৎ।`
সুরঞ্জিত বলেন, `রামু, উখিয়ায় যে ধরনের ঘটনা ঘটেছে তাতেসারাদেশের মানুষ স্তম্ভিত হয়ে গেছে। ধর্মান্ধ, উগ্র, পৈশাচিক শক্তিই এ ঘটনাঘটিয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে সংখ্যালঘুসম্প্রদায়ের মধ্যে আতংক সৃষ্টির জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে।`তিনিবলেন, `কেরানীগঞ্জে মায়ের কোল থেকে শিশু অপহরণের ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনানয়। রামু, উখিয়ায় হামলার ঘটনা আর মায়ের কোল থেকে শিশু অপহরণ একই সূত্রেগাঁথা।`হিন্দু সম্প্রদায়ের অন্নকূট উৎসব উপলক্ষে আর্ন্তজাতিক কৃঞ্চভাবনামৃত সংঘ (ইসকন) পুন্ডরিক ধামে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতেচট্টগ্রামের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
নিউজরুম