কিশোরগঞ্জে এক জেলেকে পিটিয়ে হত্যা

0
440
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা কিশোরগঞ্জ, ০৯ অক্টোবর :
কিশোরগঞ্জের নিকলীতে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে মো. সাদী মিয়া (৫৫) নামে এক জেলেকে পিটিয়ে হত্যা করেছে জলমহাল ইজারাদার। সোমবার বিকেলে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের সাপিডর জলমহালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিকলীর নোয়াপাড়া গ্রামের জেলে মো. সাদী মিয়া একটি নৌকা নিয়ে তার ৮ বছরের শিশুপুত্রসহ ওই জলমহালে মাছ ধরতে যায়। খবর পেয়ে জলমহালের ইজারাদার মতিউর রহমান, তার সহযোগি জামাল ও আসাদ মিয়া একটি ট্রলারে করে এসে সাদী মিয়াকে আটক করে।
তারা জেলে সাদী মিয়াকে পিটিয়ে জাল দিয়ে পেঁচিয়ে গুরুতর অবস্থায় পানিতে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সাদী মিয়া। ঘটনার পর হত্যাকারীরা পালিয়ে যায়। নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়ে।
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ / আরিফ

শেয়ার করুন