কিশোরগঞ্জ রেল স্টেশনে ভৈরব থেকে ময়মনসিংহগামী ঈশাখা ৩৯ ডাউন যাত্রীবাহী ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছালে এর পিছনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের ভিতরের কয়েকটি সিট পুড়ে যায়। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছার কিছুক্ষণ পরই কয়েকজন যাত্রীবেশী দুর্বৃত্ত একটি বগিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।