মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আশাপাট গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ৭ জনের মধ্যে একজন মারা গেছেন। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।
শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগে শুক্রবার সকালে কুনিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাহেব আলী ও সাবেক চেয়ারম্যান ইসমাইল হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় ইসমাইল হাওলাদারের সমর্থকরা সাহেব আলীর সমর্থকদের ওপর গুলি চালালে ৭ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছিল। পরে সাহেব আলীর বিক্ষুব্ধ সমর্থকরা ইসমাইল হাওলাদারের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়।