মাদারীপুরের টেকেরহাট মিল্কভিটা এলাকায় স্থানীয় আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মওলানা আবুল বাসারসহ (৫০) দু’জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কমর্র্কতা (ওসি) মনিরুজ্জামান জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, চাপাতি উদ্ধার করা হয়েছে।
নিহত অন্যজন ভ্যানচালক বলে বলে জানতে পেরেছে পুলিশ, তবে তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।