গোপালগঞ্জ (২৮জানুয়ারী) : গোপালগঞ্জের কাশিয়ানীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। রোববার রাত সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার সাজাইল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিরন মিয়া বাংলানিউজকে জানান, সরাইল বাজারের একটি কম্পিউটার সার্ভিস সেন্টার থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এরপর হাফিজ মোল্লার সিমেন্টের দোকান, মেহেদী হাসানের কম্পিউটার সার্ভিস সেন্টার, বেলায়েতের ফার্মেসি, দোলনের চায়ের দোকান ও অসিত কুমার শীলের সেলুন পুড়ে যায়। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট সোমবার ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিউজরুম