জাপার চার প্রেসিডিয়াম সদস্যকে কারণ দর্শানোর নোটিশ

0
222
Print Friendly, PDF & Email

জাতীয় পার্টির চার প্রেসিডিয়াম সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। দলটির একটি সূত্র এটিএন টাইমসকে জানিয়েছেন, ব্রিগেডিয়ার (অব.) হাসান, ফকির আশরাফ, এমএ হান্নান ও এএসএম আলমকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে রোববার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

সূত্রটি আরও জানান, আগামী সাত দিনের মধ্যে তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে। ধারণা করা হচ্ছে, কাজী জাফরের সঙ্গে যুক্ত হয়ে দলের চেয়ারম্যান এরশাদের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে।

শেয়ার করুন