১৪ নভেম্বরের সরকারি ছুটি বাতিল করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল ১৫ নভেম্বর শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। সিদ্ধান্ত ছিল পবিত্র আশুরা উপলক্ষে ১৪ নভেম্বর সরকারি ছুটি থাকবে।
মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, পবিত্র আশুরা উপলক্ষে পূর্বনির্ধারিত ১৪ নভেম্বর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি বাতিলপূর্বক আগামী ১৫ নভেম্বর শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলো।
তথ্য বিবরণীতে আরো বলা হয়, যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।








