খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলা

0
167
Print Friendly, PDF & Email

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আসার পথে পথে বাধা, গাছ কেটে ও ব্রীজের পাটাতন খুলে সড়ক অবরোধের চেষ্টা, গাড়ী বহরে হামলা ও গুলি বর্ষণসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বহুল প্রত্যাশিত সমাবেশ।

ইউপিডিএফ সমর্থিতরা সোমবার ১২টার দিকে জেলার মাটিরাঙ্গা উপজেলার বুদংপাড়া এলাকায় গাড়ী বহরে ইটপাটকেল ও গুলি নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিনজন আহত হয়েছে। আহতদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্বনির্ধারিত খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আজকের সমাবেশে লোকজনকে যোগদানে বিরত রাখার জন্য রোববার রাত থেকেই অবরোধ আহবানকারী ইউপিডিএফ সমর্থিত পিসিপির সমর্থকরা জেলার গুইমারা থানার কালাপানি এলাকায় গাছ কেটে রাস্তায় ফেলে ও ব্রীজের পাটাতন খুলে সড়ক অবরোধ করে।

পরে ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে রাস্তা থেকে গাছ সড়িয়ে ও ব্রীজ মেরামত করে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে, জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় রাসত্মার আশ-পাশের গাছ কেটে রাস্তায় ফেলে সড়ক অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।

যান চলাচল স্বাভাবিক হওয়ার পরে বেলা ১টার দিকে রামগড় উপজেলা থেকে সমাবেশের উদ্দ্যেশে গাড়ি বহর ছেড়ে আসে। অপরদিকে, গুইমারার কালাপানি এলাকায় সমাবেশে যোগদানের জন্য লক্ষীছড়ি থেকে আসা সমাবেশের গাড়ি বহরে গুলি করার খবর পাওয়া গেছে। তবে এতে হতাহতের বিষয়ে নিশ্চিত করে কোন তথ্য পাওয়া যায়নি। গুইমারা থানা এ হামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় বারের মতো আজ সোমবার খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কর্মসূচি রয়েছে  প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার। এ সমাবেশকে ঘিরে জেলা আওয়ামীলীগের ব্যাপক প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ-পিসিপি‘র সড়ক অবরোধের কারণে সমাবেশে কাঙ্খিত লোক সমাগম কমে যাওয়ার আশঙ্কা করছে খাগড়াছড়ির রাজনীতি সচেতন মহল।

শেয়ার করুন