সিরিয়ার হামা শহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৭

0
203
Print Friendly, PDF & Email

 সিরিয়ার হামা শহরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানায়, হামার ব্যস্ততম সড়কের পাশে অবস্থিত একটি সরকারি নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা চালায় বিদ্রোহীরা। সিরিয়ায় কর্মরত যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, হামলার সাথে আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের সদস্যরা জড়িত রয়েছেন। আল নুসরা ফ্রন্ট সরকারি সেনাদের লক্ষ্য করে বোমা হামলা চালালেও, হামলায় নিহতদের বেশীরভাগই সাধারণ মানুষ বলে খবর পাওয়া গেছে।

শেয়ার করুন