সঙ্কট নিরসনের দাবিতে সারাদেশে পতাকা মিছিল করবেন ব্যবসায়ীরা

0
236
Print Friendly, PDF & Email

চলমান অস্থিশীল রাজনীতি নিরসনের দাবিতে সারাদেশে পতাকা মিছিল করবেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই রোববার দুপুরে এই কর্মসূচি ঘোষণা করে। সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, চলমান অস্থিশীল রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। বিশেষ করে পরিহনখাত সংশ্লিষ্টদের ক্ষতির পরিমান আরও বেশি। দেশের অর্থনীতি সচল না থাকলে দেশ সঙ্কটে পড়ে যাবে। তাই চলমান এই পরিস্থিতির অবসান দরকার। এই জন্য ব্যবসায়ীরা দুই নেত্রীর সঙ্গে দেখা করবেন। একই দাবিতে সারাদেশে পতাকা মিছিল করা হবে বলে তিনি জানান। তবে কবে সেই মিছিল করা হবে, তা পরে জানানো হবে। তবে সূত্রে জানা গেছে আজ রোববার বিকাল ৫টায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বর্তমান পরিষদের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি হেলাল উদ্দিন ও পরিচালক, আবু আলম, আব্দুল হক, শাহেদ রেজা শিমুল, জালাল উদ্দিন, আবু মোতালেব, ইঞ্জিনিয়ার মহাব্বত উল্লাহ প্রমুখ।

শেয়ার করুন