পঞ্চগড়ের তিনটি সীমান্ত এলাকা দিয়ে নারী–শিশুসহ ১৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় সীমান্তে ছয়জন, চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা সীমান্তে সাতজন এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের শুকানী সীমান্তে ছয়জনকে ঠেলে পাঠানো হয়।
ঠেলে পাঠানো ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও আটটি শিশু। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায়। তাঁদের মধ্যে প্রাপ্তবয়স্করা ভারতের বিভিন্ন এলাকায় কাজ করতেন। ২৪ জুন তাঁদের ভারতের গুজরাট এলাকা থেকে আটক করে ভারতের পুলিশ। পরে তাঁদের উড়োজাহাজ ও বাসে করে সীমান্ত এলাকায় এনে বিএসএফের মাধ্যমে বাংলাদেশের ভেতরে পাঠানো হয়।
আটক ব্যক্তিদের পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এবং নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা। তাঁরা বলেন, সংশ্লিষ্ট থানার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে আটককৃতদের পবিরারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। https://
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় সীমান্তে ৭৪৬ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাবপিলারের কাছাকাছি কমলাপাড়া এলাকা থেকে নারী–শিশুসহ ছয়জনকে আটক করেন বিজিবির নীলফামারী ৫৬ ব্যটালিয়নের আওতাধীন টোকাপাড়া বিওপির সদস্যরা। তাঁদের ভারতের ৪৬ বিএসএফ ব্যটালিয়নের ঘোড়ারবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত দিয়ে ঠেলে দিয়েছেন।
অন্যদিকে সকাল পৌনে আটটার দিকে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা সীমান্তে ৭৫৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাবপিলারের কাছকাছি প্রধানপাড়া এলাকা থেকে নারী–শিশুসহ সাতজনকে আটক করেন বিজিবির নীলফামারী ৫৬ ব্যটালিয়নের আওতাধীন জয়ধরভাঙ্গা বিওপির সদস্যরা। তাঁদের ভারতের ৯৩ বিএসএফ ব্যটালিয়নের শ্যাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত দিয়ে ঠেলে দিয়েছেন বলে জানা গেছে।
এ ছাড়া আজ সকাল সাড়ে সাতটার দিকে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যটালিয়নের আওতাধীন ভজনপুর বিওপির সদস্যরা নারী–শিশুসহ পাঁচজনকে আটক করে। এর আগে তাঁদের শুকানি সীমান্তের ৭৪১ মেইন পিলারের ৪ নম্বর সাবপিলার–সংলগ্ন শুকানি এলাকা দিয়ে ভারতের ৪৬ বিএসএফ ব্যটালিয়নের ট্যাপরাভিটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশে ঠেলে দেন।
এর আগে গত ১৬ মে ১১ জন, ২১ মে ২১ জন, ২ জুন ২৬ জন, ১৩ জুন ৭ জন এবং ১৪ জুন ১৬ জনকে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে পাঠায় বিএসএফ।