‘সরকারের সঙ্গে ইসির আঁতাতের প্রমাণ দিন’

0
343
Print Friendly, PDF & Email

নির্বাচন কমিশন (ইসি) সরকারের সঙ্গে আঁতাত করে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে’ বিএনপি এমন অভিযোগের প্রমাণ দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাইকোর্ট এলাকায় জাতীয় তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
বর্তমানে নির্বাচন কমিশন পুনর্গঠন করার মতো অবস্থা নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের বাকি ২৪ দিন। যারা এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলবে বুঝতে হবে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। আজকে আমরা এই অঙ্গীকারই করবো, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সংগ্রাম অব্যাহত রাখবো।

বিডি প্রতিদিন/

শেয়ার করুন