পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে সাংবাদিক নিহত

0
584
Print Friendly, PDF & Email
পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে সাংবাদিক নিহত

পাকিস্তানের পুলিশ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে বন্দুকধারীদের হামলায় একজন সাংবাদিক নিহত হয়েছেন আরও একজন ক্যামেরাম্যান আহত হয়েছেন। তারা বলছে, স্থানীয় একটি টেলিভিশনের সাংবাদিকদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে ওই হামলা চালানো হলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।

জেলা পুলিশ প্রধান কাজি জামিল-উর-রহমান মঙ্গলবার বলেন, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সোমবার দিনগত রাতে ওই বন্দুক হামলায় সাংবাদিক নুর-উল-হাসান নিহত হয়েছেন।

এদিকে এখনও কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। তবে কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখতে কাজ করে যাচ্ছে পুলিশ।

হাসান একটি আঞ্চলিক টেলিভিশনে কর্মরত ছিলেন এবং তার কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না বলে জানা গেছে।

পাকিস্তানে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনা খুব স্বাভাবিক। অনেক ক্ষেত্রেই হামলাকারীদের খুঁজে পাওয়া যায় না।

শেয়ার করুন