সরকারের নির্দেশেই জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে : রিজভী

0
654
Print Friendly, PDF & Email

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির অসংখ্য মনোনয়ন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের শান্তি নেই, স্বস্তি নেই, ঘুম নেই। নেতাকর্মীরা প্রতিনিয়ত গুম আর গ্রেফতার হচ্ছে কিংবা গ্রেফতার ও গুম আতঙ্কে ভুগছে। আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনী বন্যপ্রাণীর মতো শুঁকে শুঁকে বিএনপির গন্ধ পেলেই শমনভবনে পাঠানোর জন্য হামলে পড়ছে। গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। : রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির অসংখ্য মনোনয়নপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টার্গেট করে ৫০ জনের মতো দলের হেভিওয়েট জনপ্রিয় নেতা ও সাবেক এমপিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসারের দায়িত্বে বগুড়ার ডিসি কর্তৃক মনোনয়নপত্র বাতিল করার মাধ্যমে বেগম খালেদা জিয়া আরও একটি আক্রোশের শিকার হলেন শেখ হাসিনার। বিনা অজুহাতেই বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসারদের কক্ষ সংলগ্ন ‘ছোট রুম’টিই এখন টক অব দি কান্ট্রি। বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হবে কি হবে না সেটি জানার জন্য বারবার রিটার্নিং অফিসার ওই ছোট রুমে ছুটে যান। মূলত সরকারের নির্দেশ শোনার জন্যই রিটার্নিং অফিসারকে বারবার ওই রুমে যেতে হয়। বিএনপির প্রার্থীদের অনেকেরই মনোনয়নপত্র নির্ভুল থাকার পরেও উক্ত ছোট রুম থেকে ফিরে এসে রিটার্নিং অফিসার (ডিসি) বলেন, উপরের নির্দেশ আছে বলেই এই মনোনয়নপত্রটি বাতিল করতে আমি বাধ্য হচ্ছি। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর একজনেরও মনোনয়নপত্র বাতিল হয়নি। কারণ তাদের সাধু-সন্ন্যাসী বলে মনে করে নির্বাচন কমিশন। : তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়নপত্রে স্বাক্ষর না করা সত্ত্বেও তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। বলা হয়েছে, সৈয়দ আশরাফের মনোনয়নপত্রে টিপসই দেয়া হয়েছে, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় অচেতন হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন। কেউ বিদেশে অবস্থান করলে তার স্বাক্ষর কিংবা টিপসই সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ অ্যাম্বেসির একজন ফার্স্ট সেক্রেটারি কর্তৃক সত্যায়িত করতে হবে, যার মর্যাদা হবে প্রথম শ্রেণির একজন ম্যাজিস্ট্রেটের সমমানের। এ ধরনের কর্মকর্তার দ্বারা সত্যায়িত হয়নি সৈয়দ আশরাফের মনোনয়নপত্র। তার মনোনয়নপত্র নোটারি করা হয়েছে বাংলাদেশে, যা আইনসিদ্ধ নয়। সৈয়দ আশরাফের নামে নির্বাচনি কোনো ব্যাংক একাউন্ট নেই, যেখান থেকে নির্বাচনি খরচ চালানো হবে। তাহলে সৈয়দ আশরাফের মনোনয়নপত্র বৈধ হলো কিভাবে? লক্ষ্মীপুর-৩ আসনে বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল কাগজপত্র ও অন্যান্য তথ্য দাখিল না করলেও তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। এটি নিউজ করতে গেলে তিনি সাংবাদিকদের হুমকি-ধমকি দিচ্ছেন। আওয়ামী লীগের অনেক দন্ডিত নেতারও মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার ইচ্ছার প্রতি নির্বাচন কমিশনের ভালবাসা, প্রশ্রয়, সমর্থন প্রতিদিনই গভীর হচ্ছে। শেখ হাসিনা জনগণকে মনে করেন অনুকম্পার বস্তু। তাই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন জনগণকে ধোঁকা দেয়ার জন্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যত পরিকল্পনা-মহাপরিকল্পনা আছে সেগুলো শেখ হাসিনার ইচ্ছানুযায়ী বাস্তবায়ন করছে। কারণ বর্তমান নির্বাচন কমিশন ও আওয়ামী সরকার একই স্পিসিজ (প্রজাতি)’র। বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী গ্ল্যামারই ধারণ করে আছে। তারা প্লেয়িং ফিল্ড সমতল করা থেকে অনেক দূরে অবস্থান করছেন। নির্বাচনি প্লেয়িং ফিল্ড এখন বরেন্দ্র ভূমির ন্যায়। গত ২০১৪-এর ৫ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্রকে হত্যার পর এবারের নির্বাচনের মাধ্যমে সেই লাশটির ময়নাতদন্তের রিপোর্টও গায়েব করে দিতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকে অবৈধ শাসকগোষ্ঠীর অসমাপ্ত কাজ সমাপ্ত করছে নির্বাচন কমিশন। : নির্বাচন কমিশন সরকারের পরিব্যাপ্ত ছায়া বলে মন্তব্য করে রিজভী বলেন, সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রীর প্রচ্ছন্ন নির্দেশেই ইসি সকল কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচন কমিশনের কর্মকান্ডেই বোঝা যায় যে, তারা কোন জাতের। গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের নেতিবাচক চরিত্র হলেন এইচ টি ইমাম। তিনি নির্বাচনকে নিয়ে যত রকমের কারিগরি করা দরকার তাই করছেন। আমরা বিশ^স্ত সূত্রে এও জানতে পারছি, ভোটের দিন ইন্টারনেট থ্রি-জি, ফোর-জি মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হবে। আজ থেকে মনিটরিং করা হবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সরকারের সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়ার হুমকি দিয়েছে নির্বাচন কমিশন সচিব। তবুও এদেশের অধিকারহারা জনগণ ও জাতীয়তাবাদী শক্তি ‘শিকলভাঙ্গা পণ’ নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করার নির্বাচনি প্রতিযোগিতার যুদ্ধে এগিয়ে যাবে। গণশক্তির ক্ষিপ্রগতি অশে^র হ্রেষাধ্বনিতে গণতন্ত্রের শত্রুদের বুকে কম্পন উঠেছে। আওয়ামী নেতারা গর্জাচ্ছেন, এটা শূন্যকুম্ভের বাজনা। জনগণকে সাথে নিয়ে লড়াই-সংগ্রাম করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবই। : নূরুল ইসলাম বাবুলের সন্ধান চেয়ে রিজভী বলেন, চট্টগ্রাম (উত্তর) জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম বাবুলকে গতকাল আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। কিন্তু তাকে আটকের বিষয়টি অস্বীকার করছে তারা। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এ ধরনের আটক এবং পরবর্তীতে আটকের বিষয়টি স্বীকার না করার চলমান ঘটনায় বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এখন আতঙ্কিত। নূরুল ইসলাম বাবুল নিখোঁজ থাকায় তার পরিবার ও দলের নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকন্ঠিত। আমি অবিলম্বে নূরুল ইসলাম বাবুলকে জনসমক্ষে হাজির এবং সুস্থাবস্থায় তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছি। : তিনি আরো বলেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে মিথ্যা মামলায় গ্রেফতারের পর গতকাল দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাকে দিয়ে শেখানো বুলি নির্যাতনের মাধ্যমে আদায় করার জন্য এই রিমান্ড। আমি অবিলম্বে সরফত আলী সপুর মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। নওগাঁ জেলা : রানীনগর সদর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী জেলা : সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম গতকাল মিথ্যা মামলায় জামিনে কারাগার হতে মুক্তিলাভের পর আরও কয়েকটি গায়েবি মামলায় জেলগেট থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সদর, শিবপুর ও পলাশ থানা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে প্রতিদিনই অভিযান চালাচ্ছে। বাসার লোকজনের সাথে দুর্ব্যবহার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাগেরহাট জেলা : কচুয়া উপজেলাধীন মোঘিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রব শেখকে গতকাল সকালে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করেছে। আমি সন্ত্রাসীদের এই পৈশাচিক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। গুরুতর আহত মো. আব্দুর রব শেখের আশু সুস্থতা কামনা করছি। ঢাকা মহানগর উত্তর : হাতিরঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক সারোয়ার মুনতাকিম এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ২৪নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেন এবং মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মারুফকে গ্রেফতার করেছে পুলিশ। : রিজভী বলেন, আমি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের অসত্য ও হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি। : সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপিকা ডা. শাহিদা রফিক, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।দিনকাল রিপোর্ট :

শেয়ার করুন