আমরা যেন প্রতিবন্ধীদের অবহেলা না করি : প্রধানমন্ত্রী

0
561
Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবহেলিত জনগোষ্ঠী হিসেবে প্রতিবন্ধীদের মানুষ হিসেবে গণ্য করা হতো না। আমরা যেন তাদের অবহেলা না করি, মানুষ হিসেবে তাদের যে অধিকার তা যেন দিতে পারি। আমাদের প্রতিবন্ধী খেলোয়াড়রা সব সময় বাংলাদেশের জন্য স্বর্ণ অর্জন করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আজ রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রতিবন্ধীদের ভেতরের শক্তি ও মেধাকে কাজে লাগানোর আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন প্রতিবন্ধীদের উপযোগী করে স্থাপনা নির্মাণ করতে হবে।

প্রতিবন্ধীদের ভেতর যে শক্তি আছে, যে মেধা আছে তা যেন ব্যবহার করতে পারি। তাদের অবহেলা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রতিবন্ধীদের জন্য সুযোগ-সুবিধা থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোটা বাতিল করে দিলেও প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধার সুরক্ষার জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

শেয়ার করুন