একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। দুর্নীতি মামলায় দন্ডপ্রাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে এই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। গতকাল রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ফেনীর রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন। এছাড়া বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহমেদ বগুড়ার দুই আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন। : ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হলে পরের বছর বেগম খালেদা জিয়া রাজনীতিতে যোগ দেন। ১৯৮৪ সালের ১০ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন বেগম খালেদা জিয়া। ওই নির্বাচনে পাঁচটি আসন থেকে জয়লাভ করেন তিনি। ওই সংসদে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে ফের প্রধানমন্ত্রী হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ফের জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া। পরে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে বিএনপি পরাজিত হলে বিরোধীদলীয় নেতা ছিলেন তিনি। বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত পাঁচটি নির্বাচনে বেগম খালেদা জিয়া মোট ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয়ী হন। এবার একাদশ সংসদ নির্বাচনে তাঁর জন্য রাখা হয় তিনটি আসন।দিনকাল রিপোর্ট :