একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। এর প্রথম দিনেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. কে এম কামরুজ্জামান সেলিম। মির্জা ফখরুলের মনোনয়নপত্রে কোনো গড়মিল না থাকায় তা বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয়েছে।