এক সেশনেই ৯ উইকেট। স্বপ্নের মতো ব্যপার হলেও সেটাই সত্যি করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅনের লজ্জায় ফেলে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা।
নিজেদের ১৮ বছরের টেস্ট ইতিহাসে কোনও দলকে ফলোঅনে ব্যাটিং করানোর মতো ঘটনা ঘটালো বাংলাদেশ।
একাদশে চার স্পিনার, নেই কোনও পেসার। এ নিয়ে কম বিতর্ক হয়নি। এই মন্ত্রে সফলই বলা যায় বাংলাদেশ।
আজ তৃতীয় দিনের প্রথম সেশনে প্রথম ঘণ্টাতেই পাঁচ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে প্রথম ইনিংসে মাত্র ১১১ রান পর্যন্ত তুলতে পারে সফরকারীরা।
গতকাল দ্বিতীয় দিনে ৭৫ রানে পাঁচ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ক্যারিবীয়রা। তৃতীয় দিনে এসে সেটারই আবার পুনরাবৃত্তি হলো। সাকিব নেন ৩ উইকেট, মিরাজ নেন ৭ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৬ রানে হারিয়েছে ৪ উইকেট। ওপেনার ক্রেইগ ব্রেথওয়েটকে ১ রানে বিদায় করেছেন সাকিব। ৬ রানে কিরণ পাওয়েলকে মিরাজ।
তৃতীয় উইকেট নেন তাইজুল ইসলাম। ৪ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে পড়েন আমব্রিস।
প্রথম ইনিংসে কোনও উইকেট না পাওয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে আমব্রিসের পর নেন রোস্টন চেজের উইকেটও।
এখনও পর্যন্ত সফরকারীরা পিছিয়ে আছে ৩৫১ রানে। জিততে হলে বাংলাদেশের দরকার ৬ উইকেট।