চমক নিয়ে হাজির জয়া

0
623
Print Friendly, PDF & Email
চমক নিয়ে হাজির জয়া

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন। দুই ধর্মের মানুষের প্রেম ফ্রেমবন্দি করেছেন পরিচালক। ট্রেলারে গণেশ অর্থাৎ কৌশিকের ডায়লগ, ‘ভালোবাসার মানুষ, মনের মানুষ পাওয়াটা সহজ কথা নয়…। আর দর্শক ভাবছেন, নাসির কি আবারও ফিরে আসবে পদ্মার জীবনে? পেতে হলে অপেক্ষায় থাকতে হবে আগামী জানুয়ারি পর্যন্ত। কারণ নতুন বছরের শুরুতেই জয়া আহসান অভিনীত ‘বিজয়া’ মুক্তি পাবে।

কলকাতার ‘বিজয়া’তে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন আবির চ্যাটার্জি এবং ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলিসহ অনেকেই।

ছবিটি ‘বিসর্জন’র দ্বিতীয় কিস্তি। ২০১৭ সালে ‘বিসর্জন’ ছবিটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। ৬৪তম আসরে ছবিটি হয় সেরা বাংলা চলচ্চিত্র।

‘বিজয়া’ পরিচালক বলেন, বিসর্জনের পর আমরা বাঙালিরা বিজয়া পালন করি। বিজয়া মানেই মিষ্টি, বিজয়া মানেই ভালোবাসার মানুষদের কাছে পাওয়া! তাই, এই ছবিতেও দর্শক একটি মিষ্টি প্রেমের গল্প দেখতে পাবে। যেখানে ‘বিসর্জন’ শেষ হয়েছে, সেখান থেকেই ‘বিজয়া’-র শুরু!

ছবিতে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন। দুই ধর্মের মানুষের প্রেম ফ্রেমবন্দি করেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। নাসির কি ফের ফিরে আসবে পদ্মার জীবনে? এমন প্রশ্নের উত্তরের খোঁজে দর্শকরা অপেক্ষায় রয়েছেন।

শেয়ার করুন