নাটোরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এবং সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসায় হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় কার্যালয়ের সামনে রাখা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কার্যালয় ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের আলাইপুরস্থ দলটির কার্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
এঘটনায় কার্যালয়ে অবস্থানরত নেতা-কর্মীরা জানান, শনিবার সন্ধ্যায় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাটোর পৌর এলাকার ৬ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা চলছিল কার্যালয়টির ভেতরে। এসময় হঠাৎ বাইরে থেকে জয় বাংলা স্লোগান দেয়া শুরু হয়। স্লোগান শুনে বাইরে বেরিয়ে এলে দেখা যায় হেলমেট পরিহিত ১৫/২০ জন দুর্বৃত্তের কয়েকজন কার্যালয়ের সামনে রাখা মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং অন্যরা কার্যালয় ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় দুর্বৃত্তরা আরও কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। এতে ভেতরে থাকা দলীয় কর্মীরা সকলে বেরিয়ে এলে দুর্বৃত্তরা পিছু হটে। এসময় সিংড়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আহত হন।
হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দীন আহমেদসহ পুলিশ কর্মকর্তারা। এদিকে, হামলার ঘটনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজকে মৌখিকভাবে জানানো হয়েছে।
জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু জানান, নিঃসন্দেহে নির্বাচনের আগে এ ধরনের হামলা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করল। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই। রোববার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হবে।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, এটা বিএনপির সাজানো নাটক। দুলু নাটোরে না এসে ঢাকায় বসে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাঁর কর্মীদের দিয়ে এ নাটক তৈরি করেছেন। ঘটনাস্থলে কেউ জয়বাংলা স্লোগান দেয়নি। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীও সেখানে ছিল না।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/