রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরিঘাট সংলগ্ন আওয়ামী লীগের অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
তবে আওয়ামী বলছে বিএনপি ও জামায়াতের লোকজনই অফিস ভাংচুর ও গুলিবর্ষণ করেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ২০-২৫টি মোটরসাইকেলে করে কিছু যুবক মালেকের নাম ধরে স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও আওয়ামী লীগ অফিসে হামলা চালায়।
এসময় অফিসের আশপাশে থাকা সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করে। পরে তারা অফিসের চেয়ার-টেবিল ভাংচুর ও টিন কুপিয়ে চলে যায়।
চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরাই আওয়ামী লীগ অফিস ভাংচুর করে মিছিল দিয়ে চলে যায়। এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।