চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন নেইমার

0
317
Print Friendly, PDF & Email

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ইউরোপ সেরার এই টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এখন তার দখলে।

বুধবার প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) জার্সিতে লিভারপুলের বিপক্ষে গোল করে স্বদেশি কিংবদন্তি রিকার্ডো কাকাকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটাকে নিজের করে নেন নেইমার।

৩০ গোল করে রিকার্ডো কাকার সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছিলেন নেইমার। বুধবার ছাড়িয়ে গেলেন স্বদেশি কিংবদন্তিকেও।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের গোলসংখ্যা এখন ৩১। এই টুর্নামেন্টে ২৭ গোল করে নেইমার ও কাকার পরে অবস্থান করছেন রিভালদো।

রেকর্ডের ম্যাচে পিএসজির জার্সিতে লিভারপুলের বিপক্ষে ম্যাচের ৩৭ মিনিটে গোল করে এই রেকর্ড গড়েন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারের এই রেকর্ডের দিনে পিএসজিও পায় ২-১ গোলের দারুণ এক জয়। প্যারিস জায়ান্টদের হয়ে বাকি গোলটি করেন জুয়ান বার্নাট।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/

শেয়ার করুন