উপস্থাপিকার ওপর চটেছেন বাবর আজম

0
306
Print Friendly, PDF & Email
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেটে হারিয়ে ৪১৮ রান তুলে পাকিস্তান। ম্যাচের প্রথম দিনই ক্যারিয়ারের প্রথম টেস্ট শতরানটি তুলে নেন বাবর আজম। ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ডান-হাতি এই ব্যাটসম্যান।

স্বাভাবিকভাবেই টুইটারে একের পর এক শুভেচ্ছা বার্তা আসতে থাকে ২৪ বছর বয়সী এই তারকার জন্য।
এই স্রোতে গা ভাসিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপিকা জয়নাব আব্বাসও। তবে সমস্যা হলো শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বাবর আজমকে ব্যঙ্গ করে পাকিস্তানের কোচ মিকি আর্থারের ‘ছেলে’ বলে উল্লেখ করেন। আর তাতেই রেগে যান বাবর।

সোশ্যাল মিডিয়াতেই জয়নাবকে কড়া জবাবও দেন এই তরুণ ব্যাটসম্যান। বাবর বলেন, ‘কিছু বলার আগে একটু চিন্তা-ভাবনা করুন। আর নিজের সীমা অতিক্রম করবেন না।

তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় ভাবে হেরে গিয়েছিল পাকিস্তান। এই ম্যাচে ব্ল্যাকক্যাপসদের মাত্র ৯০ রানে গুটিয়ে দেয় তারা। দলের হয়ে একাই আটটি উইকেট তুলে নেন লেগ স্পিনার ইয়াসির শাহ।

প্রথম উইকেটে বেশ গুছিয়েই সেই রানটা তাড়া করা শুরু করেছিল কিউইরা। দুই ওপেনার জিত রাভাল (৩১) ও টম ল্যাথাম (২২)-এর মধ্যে অর্ধ শতরানের জুটি গড়ে ওঠে। কিন্তু এরপরই বাকি ৪০ রানের মধ্যে পড়ে যায় তাদের ১০ উইকেট!

ফলে নিউজিল্যান্ডকে ফলো-অন করায় সরফরাজ আহমেদের দল। যদিও দ্বিতীয় ইনিংসে বেশ ভালই জবাব দেয় শেন উইলিয়ামসের দল। দুই উইকেট হারিয়ে দেড়শ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে তারা।

শেয়ার করুন