আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
তাই সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুকন্যাকে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
আগামী নির্বাচনকে গুরত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং হিসেবে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে।
সোমবার সিরাজগঞ্জের কাজিপুরে এক সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট-১৪ দলের সমন্বয়ক নাসিম।
সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে অনুষ্ঠিত ওই সমাবেশে নাসিম দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক উন্নয়নে শুধু দেশের মানুষ নয়, গোটা বিশ্বের সরকারপ্রধানরাও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চান। ১০ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে।
এজন্য সারা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা করছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি করে। উন্নয়ন ও মানুষের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বলে আশাপ্রকাশ করেন নাসিম।
সমাবেশ শেষে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন।
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ইউএনও কার্যালয়ে গিয়ে মোহাম্মদ নাসিম মনোনয়নপত্র জমা দেন।