বিশ্ববিদ্যালয় থেকে তিনজনকে আজীবন ও দু’জনকে সাময়িক বহিষ্কার

0
311
Print Friendly, PDF & Email

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকালে গত রবিবার আটক হওয়া পাঁচ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে আজীবন ও দু’জনকে দু’বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভা শেষে এই বহিষ্কারের সুপারিশ করা হয়। শৃঙ্খলা কমিটির সভা শেষেই সোমবার রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বহিষ্কারের বিষয়ে চূড়ান্ত বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সকালে নোটিশ আকারে সেটি জারি করা হবে বলে সিদ্ধান্ত হয়।

আজীবন বহিষ্কৃতরা হলেন; লোক প্রশাসন বিভাগের ৪৭তম (প্রথম বর্ষ) ব্যাচের ইয়া রাফিউ শিকদার, মুস্তাফিজুর রহমান, সোহেল রানা। আর একই বর্ষের বাংলা বিভাগের আসিফ আহমেদ ও সজিব গাজীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।’

জরুরি সিন্ডিকেট ও শৃঙ্খলা বোর্ডের একাধিক সদস্য কালের কণ্ঠকে বলেন, ‘এই তিনজন (রাফিউ শিকদার, মুস্তাফিজুর রহমান, সোহেল রানা) শিক্ষার্থী বিভিন্ন সময়েই বিতর্কিত ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করে আসছিল যার মধ্যে একটি ঘটনার (গত সেপ্টেম্বর মাসে নারী ও সাংবাদিকসহ ৪ জন মারধর) তদন্ত চলছে, এর মধ্যে নতুন করে এই ঘটনায় প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে রবিবার ক্যাম্পাসে ঘুরতে আসা দুই দর্শনার্থীর কাছ থেকে ছিনতাই করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের বোটানিকাল গার্ডেন এলাকা থেকে তাদেরকে আটক করে শাখা ছাত্রলীগ নেতা কে এম সানজীদ ফেরদৌস, আকিক হোসেন সিয়াম, মাজেদুল হক বায়েজিদ, সিহাব উদ্দিন। আটকের পর প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হলে পরে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা উদ্ধার করে প্রক্টরিয়াল বডি।

আজীবন বহিষ্কৃতরা বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত বলে অভিযোগ উঠেছে। তবে তারা শাখা ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট নয় জানিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘প্রশাসনের এই বহিস্কারের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। ছাত্রলীগ করেও কেউ যদি অপরাধ করে তারও বিচার হোক এটা আমরা চাই। প্রশাসনকে যে কোন অন্যায়ের বিরুদ্ধে সহযোগিতা করতে ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছে। এ ছাড়া ক্যাম্পাসে যে কোন ধরণের ছিনতাই, মাদকের বিরুদ্ধে ছাত্রলীগ সদা প্রস্তুত আছে। এ জাতীয় কোন ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো পর্যায়ের নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ক্যাম্পাসে ঘুরতে আসা দুই দর্শনার্থীর কাছ থেকে ছিনতাই চেষ্টায় বাধা প্রদান করায় এক নারী ও এক সাংবাদিকসহ মোট চারজনকে মারধরকারীদের মধ্যে অন্যতম রাফিউ শিকদার, মুস্তাফিজুর রহমান, সোহেল রানা। নভেম্বরের শুরুতে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই তিনজনসহ মোট চারজনকে সাময়িক বহিষ্কার করে। বর্তমানে ওই ঘটনায় তাদের বিরুদ্ধে তদন্ত চলার মধ্যেই গত রবিবার দুপুরে ছিনতাইয়ের সময় আটক হন তারা।

নারী শিক্ষার্থীকে উতক্ত্য করায় আটক তিন বহিরাগতকে পুলিশে সোপর্দ: এদিকে মদপ্য অবস্থায় গাড়ি চালিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের দু’জন শিক্ষার্থী এবং এক বহিরাগতকে পুলিশে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেটের সামনে মাতাল হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে নারী শিক্ষার্থীকে লক্ষ্য করে অশালীন উক্তি ও অঙ্গভঙ্গি করছিল। তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে।
আটকৃতরা হলেন- ইউরোপিয়ান বিশ্ববিদ্যালযের জাহিদুল ইসলাম, সাভার কলেজের সমাজকল্যাণ বিভাগের সোহেল এবং ব্যবসায়ী রনি হোসেন। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার কর্মকর্তাদের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়।

শেয়ার করুন