আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন নিয়ে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৬, ৭ ও ফেনী-১ আসন নিয়ে লড়বেন বিএনপি চেয়ারপারসন। : গতকাল সোমবার দুপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনয়ন কার্যক্রম উদ্বোধন করেন। : এ সময় তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সুষ্ঠু পরিবেশ নেই। সবাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাইলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পপতিত্ব করছেন। মির্জা ফখরুল বলেন, সব দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে এসেছি। এখন ইসির ওপর নির্ভর করবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। তিনি বলেন, ইসি বলেছে, পুলিশ চাইলে নির্বাচন সুষ্ঠু হবে। তা না হলে সুষ্ঠু হবে না। এই ইসি নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে সন্দেহ দূর করেনি। এ সময় মনোনয়ন নিয়ে তিনি বলেন, যেসব আসনে সিনিয়র নেতারা নির্বাচন করবেন সেখানে একজন করে মনোনয়ন দেয়া হয়েছে। অন্য আসনগুলোতে দুইজন করে মনোনয়ন দেয়া হয়েছে। পরবর্তীতে একজনকে প্রত্যাহার করা হবে। তিনি এরপর একে একে মনোনয়নপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেন। যা এখনো চলছে।দিনকাল রিপোর্ট :