রাজধানীর কলাবাগান, বসুন্ধরা ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে জেএমবির আট সক্রিয় সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।