বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে রবিবার মিয়ানমারের রাখাইনে বিক্ষোভ হয়েছে। এসময় রোহিঙ্গাদের পালিয়ে যাওয়া শরণার্থী হিসেবে উল্লেখ করা হয়।
বৌদ্ধ সন্নাসীদের নেতৃত্বে প্রায় ১০০ জন ওই বিক্ষোভ শোভাযাত্রায় অংশ নেন। এসময় তারা নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং অংশগ্রহণকারীদের হাতে ছিল লাল রঙের ব্যানার।
বিক্ষোভের সময় ফেসবুকে লাইভে এক বৌদ্ধ সন্নাসীকে বলতে দেখা গেছে, ‘দেশের নিরাপত্তা রক্ষায় সবার দায়িত্ব আছে। আমরা যদি বাঙালিদের ফিরিয়ে আনি তাতে আমাদের কিংবা আমাদের দেশের কোনো উপকার হবে না।’
সেনাবাহিনীর নৃশংস অভিযানের মুখে ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমার থেকে রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া শুরু করে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা জানায়, মিয়ানমারের সেনাবাহিনী নারীদের ধর্ষণ, তাদের স্বজনদের হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। দশকের পর দশক জুড়ে চলা এসব সহিংসতার কারণে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/