বুধবারের আগেই ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, শেষ পর্যন্ত যদি নির্বাচনে থাকতে পারি, সরকার ও নির্বাচন কমিশন যদি সেখানে বড় রকমের বাধা না হয় তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত। গতকাল রবিবার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকের পর তিনি একথা জানান। : মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন যে, গত চারদিন ধরে আমরা আমাদের দলের মনোনয়ন প্রত্যাশীদের সাাৎকার নিয়েছি। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য দলের সাাৎকার নেয়া হযেছে, ২০ দলেরটা হয়েছে। এখন আমরা এটা চূড়ান্ত পর্যায়ে আনার জন্য তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে একটা ঐকমত্যে পৌঁছাবো বলে আমরা আশা করছি। ২৮ তারিখ মনোনয়নপত্র জমা দিতে হবে। তার আগেই এটা হবে। কবে নাগাদ আপনার চূড়ান্ত করতে পারবেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ২৮ তারিখের আগে মনোনয়ন চূড়ান্ত করতে হবে। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন ২৮ তারিখ। তার আগে আমরা শেষ করবো। তার আগেই কিছুটা হবে। যদি প্রয়োজন হয় প্রত্যাহারের সময় থাকতে তা করতে পারবো আমরা। : নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যে স্টেটমেন্ট দিয়েছেন পুলিশের সামনে তাদের মিটিংয়ের মধ্যে। দ্যাট ইজ এনাফ। প্রত্যেকটি দল, সুশীল সমাজ, যারা নির্বাচনি কাজ করছে তারা সবাই বলছেন যে, নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের নিরপেতাকে প্রমাণ করবার জন্য এমন কিছু কাজ করতে পারেনি। আমরা গায়েবি মামলার তালিকা দিলাম এখন পর্যন্ত তারা কিছুই করতে পারেনি। আমরা যে সমস্ত কর্মকর্তাকে সরিয়ে দেয়ার কথা বলেছিলাম, সে সম্পর্কে সিইসি বলে দিয়েছেন বদল হবে না। কালকে যেটা তিনি বলেছেন অত্যন্ত মারাত্মক কথা। পুলিশ আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের অধীনে আছে, যা করছে আমাদের নির্দেশেই করছে। তাহলে যত গায়েবি মামলা, যত হয়রানি সব তাদের নির্দেশে হচ্ছে। তাহলে তো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলো না। তার পরেও আমরা নির্বাচনের কাজ করছি এবং শেষ পর্যন্ত সেই লড়াই করে যাবো। : এর আগে বেলা ১২টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে তার সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহমিন মন্টু, সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর উপস্থিত ছিলেন। গত ১৩ অক্টোবর বিএনপিকে সঙ্গে নিয়ে আরো চারটি দলের সমন্বয়ে ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ঘোষণা দেন। এই ফ্রন্টে বিএনপি ছাড়া অন্য চারটি দল হচ্ছে জেএসডি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জাতীয় ঐক্য প্রক্রিয়া। পরে এই ফ্রন্টের সাথে যুক্ত হয় বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ।দিনকাল রিপোর্ট :