আজ রবিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৈঠকে বসবেন ঐক্যফ্রন্টের নেতারা।
নানা কারণে আজকের এ বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ। ড. কামালের বাসায় বাসায় অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন দলের কয়েকজন নেতা গণফোরামে যোগ দেবেন বলে জানা গেছে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তাদের স্বাগত জানাবেন।
বৈঠকে মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক (ডেপুটি চিফ অব স্টাফ) এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার অংশ নিতে পারেন বলে জানা গেছে। তবে বৈঠকের আগেই দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিতে পারেন তিনি।
একে খন্দকারের পাশাপাশি আজ গণফোরামে যোগ দিতে পারেন আরো কয়েকজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী।