কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর কুটিবাড়ী গ্রামে অবস্থিত ১৯৯০ সালে স্থাপিত নর্সিংডাঙ্গার কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে। প্রতিবারেই সমাপনী পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করে থাকে। কিন্তু দুর্ভাগ্য যে, বহু দিন ধরে বিদ্যায়টির মাত্র ২টি শ্রেণীকক্ষ ও একটি ছোট একটি রুমে অফিস হিসেবে ব্যবহার হচ্ছে। তাতে নেই শিক্ষার্থীদের বসার জন্য ব্রেঞ্চ, মাথার উপর ফ্যান, ওয়াশ ব্লক, সুন্দর পরিবেশ, বিনোদন স্কুলের ফুলের বাগান, খেলার মাঠ, শিশু শ্রেণীকক্ষÑ এসবের কিছুই নেই এখানে। অফিস কক্ষ বড় সমস্যা। শ্রেণীকক্ষের অভাবে খোলা আকাশের নিছে বালুর উপরে চট বিছিয়ে রোদের মাঝেও শিক্ষার্থীদের এভাবে ক্লাস নিচ্ছেন সহকারী শিক্ষক আনিছুর রহমানসহ অন্য শিক্ষকরা। এখানে কর্মরত শিক্ষক ৫ জন। প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়া জানান, এত কিছুর অভাবের পরেও শিশুদের পড়ালেখায় আগ্রহ অবাক করার মতো। কষ্ট হলেও ধরে আছি শিক্ষার্থীদেরকে। তবে শ্রেণীকক্ষের অভাবে সুষ্ঠভাবে ক্লাস নিতে পারছি না। আমাদের একটি ভবনের দরকার। তা ছাড়া কোমলমতি এসব শিশুর পড়াশুনার জন্য পর্যাপ্ত ক্লাসরুমের দ্রুত ব্যবস্থা গ্রহণের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। অন্যের স্কুল দেখে নতুন ভবনের স্বপ্ন দেখছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :