মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় তার পক্ষে বৃহস্পতিবার বিকেলে চণ্ডিবরপুর ও সীমাখালিতে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল চারটায় সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কমপ্লেক্সে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা আবুল কালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাশ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সঞ্জিবা হক রীপা, সদস্য সঞ্চিতা হক রিক্তা, স্বেচ্ছাসেবকলীগ নেতা টিপু সুলতান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা নূর আলম শিহাব প্রমুখ।
অপরদিকে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শহর সংলগ্ন সীমাখালী গ্রামের টিপু সরদারের বাড়িতে অধিনায়ক মাশরাফির নৌকার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সাধারণ সম্পাদক ইসমত আরা ও জেলা পরিষদের নারী সদস্য রওশন আরা কবির লিলি।
এসময় স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।