যশোর জেলা বিএনপির সহসভাপতি ও কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর আবু। ছবি : সংগৃহীত
বুড়িগঙ্গা নদীতে গত সোমবার উদ্ধার হওয়া লাশটির পরিচয় পাওয়া গেছে। লাশটি যশোর জেলা বিএনপির সহসভাপতি ও কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর আবুর। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করে সাক্ষাৎকার দেওয়ার জন্য ঢাকায় অবস্থান করছিলেন।
জানা যায়, গত সোমবার ইউপি চেয়ারম্যান আবু বকরের লাশ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এরপর থেকে তাঁর লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে ছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ আবু বকরের লাশ উদ্ধার করে নিজেদের ফেসবুক আইডিতে লাশের ছবি ও মোবাইল নম্বর পোস্ট করে।
আবু বকরের ফুপাতো ভাই আজহারুল ইসলাম জানান, ফেসবুকে ওই ছবি দেখে পরে আবু বকরের লাশ শনাক্ত করা হয়।
আবু বকর যশোর-৬ আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তিনি নয়াপল্টনে হোটেল মেট্রোপলিটনে অবস্থান করেছিলেন। গত ১৮ নভেম্বর রাত ৮টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আবু বকর আবু কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি পদে ছিলেন ১৯ বছর। মজিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিনি চারবার নির্বাচিত হন।