আর্জেন্টিনা দলে লিওনেল মেসির প্রত্যাবর্তন দেখতে আরও ৪ মাস অপেক্ষা করতে হবে। জানা গেছে, আগামী বছরের মার্চে প্রীতি ম্যাচ দিয়ে নিজ দেশের জার্সি গায়ে তুলবেন মেসি। তবে প্রীতি ম্যাচের মেসিদের প্রতিপক্ষ কোন দল, তা অবশ্য জানা যায়নি।
রাশিয়া বিশ্বকাপের শেষ ষোল থেকে বিদায় নেয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে ‘সাময়িক অবসর’ নেন মেসি। মেসি ছাড়াও সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েইন, এভার বানেগার মতো সিনিয়র ফুটবলাররা এখন জাতীয় দলের বাইরে।
তবে অভিজ্ঞদের ছাড়াই আর্জেন্টিনা ৬টি প্রীতি ম্যাচের চারটিতেই জয় পেয়েছে। একমাত্র হার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে (১-০) অতিরিক্তি সময়ের গোলে।
বিডি-প্রতিদিন/