অনেকে সালাদ খেতে খুব পছন্দ করেন। তবে একই সালাদ বার বার খেলে এর প্রতি আগ্রহ কমে যেতে পারে। এছাড়া খেতেও ভালো লাগবেনা। এজন্য প্রতিদিন নতুন ধরনের সালাদ তৈরির চেষ্টা করুন।
সালাদে বৈচিত্র্য আনতে তৈরি করতে পারেন কন্টিনেন্টাল সালাদ। দেখে নিন কীভাবে এ ধরনের সালাদ তৈরি করবেন।
উপকরণ
আলু সিদ্ধ করে লম্বা স্লাইস, ডিম সিদ্ধ সাদা অংশ লম্বা স্লাইস, আনারস লম্বা স্লাইস, মেয়নিজ ৪ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ এবং গোলমরিচ আধা চা চামচ।
প্রস্তুত প্রণালী
আলু ঘিয়ে সামান্য ভেজে ঠাণ্ডা করুন। বাকি সব উপকরণ মিশিয়ে পরিবেশন করুন।