‘বিএনপির ওপর সার্বিক আক্রমণ শুরু করেছে সরকার’

0
195
Print Friendly, PDF & Email

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকার সর্বনাশা খেলায় মেতে উঠেছে। জবরদস্তিমূলক একতরফা নির্বাচন করার জন্য বিএনপির ওপর সার্বিক আক্রমণ শুরু করেছে সরকার। মঙ্গলবার রাত ১০টায় নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এসময় রিজভী বলেন, সরকার এখন বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরকে আটকানোর হীন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তাকে বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে নিয়ে যায়। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ, বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত। তিনি খুব সীমিতভাবে চলাফেরা করেন। এমতাবস্থায় তাকে সাজা দিয়ে কারাগারে আটক সরকারের কুৎসিত মনেরই বহিঃপ্রকাশ।

তিনি অবিলম্বে সবার মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

বিডি-প্রতিদিন/

শেয়ার করুন