আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাজোটের আসন বন্টনের বিষয়ে সমঝোতা হয়ে গেছে। এখন শুধু প্রধানমন্ত্রীর গ্রিন সিগনালের অপেক্ষা। বুধবার এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিদেশীদের কাছে নালিশ করছে। বিদেশীদের কাছে নালিশ করলে সম্মান বাড়ে না বরং কমে। তারা এই নালিশ করার মাধ্যমে দেশকে ছোট করছে।
তিনি আরও বলেন, অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির আগের অভ্যাস। এই অভ্যাস পরিত্যাগ করতে হবে।
এর আগে মঙ্গলবার তিনি বলেন, ‘যুক্তফ্রন্টের সঙ্গে একটা অ্যালায়েন্স হতে পারে। তবে তারা নৌকায় ভোট করবেন না নিজেদের প্রতীকে ভোট করবেন সে সিদ্ধান্ত হয়নি। ধরে নিচ্ছি তারা নিজেদের প্রতীকে নির্বাচন করবে।’